যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। এই উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত ১৭ ডিসেম্বর,মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, মুক্তাদির রহমান, বোরহানউললাহ কাউসার । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মওলানা আবদুল হাই । বাংলাদেশের জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগ নেতা আবদুর রফিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু নসর, ফারুক তালুকদার , বেলাল উদদীন, মনিরুজামান,আবদুর রহিম ,জাকিরুল ইসলাম খোকা,বেলাল হোসেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার ।তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়।গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহবান জানান।তাছাড়া বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান।সভায় বক্তারা শিশু-কিশোরদেরকে মুক্তিযুদধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান।সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজামান। বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃওি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী ও মাহতাবউদদীন খোকন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী নাদিরা ও মনসুর । বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী এই অনুষ্ঠানে যোগ দেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘটে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দিন এমরান মহান বিজয় দিবসের অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।