Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে গৃহবধূর আত্মহত্যা

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৬:৪২ পিএম

টঙ্গীর আরিচপুর মদিনা পাড়া এলাকায় এক নারী পোশাক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম সানজিদা আক্তার স্বপ্না (১৮)। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বাড়ি শেরপুর জেলার নকলা থানার বারইকান্দি গ্রামে। তার পিতার নাম সামিদুল মিয়া। স্বামীর নাম স্বপন। সেও একটি পোশাক কারখানায় চাকরি করতো। নিহতের স্বামী জানান, কি কারণে স্বপ্না আত্মহত্যা করেছে তা বলতে পারছে না। টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত সুব্রত কুমার পোদ্দার জানান, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়" এ রকম একটি চিরকুট আত্মহত্যার প‚র্বে স্বপ্না তার বাবার উদ্দেশে লিখে গেছে। এতে সে বলেছে "মা আমাকে ভুল বুঝোনা। এ মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। তাকে ভালবেসে বিয়ে করে চরম ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিও।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ