Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানের ধমকে পিছু হটলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৩:৫১ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ধমকে মার্কিন সিনেটে পাস হওয়া ‘আর্মেনিয়া গণহত্যা’ বিলে সই করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। খবর পার্স টুডের।

এদিকে বিবিসি জানিয়েছে, আর্মেনিয়ায় ১৯১৫ সালে কোন গণহত্যা হয়নি বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন। সিনেটের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প নিজের আগের সিদ্ধান্তেই অনড়।

মার্কিন পররাষ্ট্র দফতরের থেকে মুখপাত্র মর্গান অর্তেগাস বলেছেন, আর্মেনিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসে নি। এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছিলেন তাই এখনো বহাল আছে।

গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে তুরস্কের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়েছিল যাতে বলা হয়- ‘১৯১৫ সালে তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের তুর্কি সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালায়।’ বিলটি মার্কিন প্রশাসন কিংবা তুরস্ক মানতে বাধ্য নয়। বিলটি পাসের পর এতে সই করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর কথা।

বিল পাসের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে সোমবার বলেছেন, এ বিলে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেন তাহলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে এবং আমেরিকার আদিবাসীদের ওপর যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও গণহত্যা বলে স্বীকৃতি দেবে আঙ্কারা। এর আগে গত অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘আর্মেনিয়া গণহত্যা’ বিষয়ক বিলটি প্রথমবারের মতো পাস করা হয়।



 

Show all comments
  • Nannu chowhan ১৮ ডিসেম্বর, ২০১৯, ৬:২৩ পিএম says : 0
    Ihakei bole desho prem,shabash erogadan onnanno muslim rashtro kornodharder apni dekhaia dilen, nijer sharvomottohin o notojanu pororashtro niti kokhonoi desho prem hote parena. Iha hoite onnanno muslim rashtro nayokra shikkha nite pare..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ