বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে তথ্য পাচারের অভিযোগে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক পুলিশ সদস্য দেবপ্রসাদ সাহাকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান দৈনিক ইনকিলাবকে জানান, আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে, বৃহস্পতিবার রিমান্ডের শুনানি হবে। তিনি জানান, রিমান্ডে নিয়ে তার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে যে, ভারতে কার মাধ্যমে কী কী তথ্য পাচার করা হয়েছে।
সূত্র জানায়, বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত পুলিশ সদস্য দেবপ্রসাদ দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে মঙ্গলবার বেনাপোল পোর্ট থানা-পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। জানা যায়, দেবপ্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, দেব প্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় যখন-তখন নো-ম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া আসা করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।