Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিজার নতুন গান তোমার স্মৃতিটুকু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ৮:১০ এএম, ১৮ ডিসেম্বর, ২০১৯

সময়টা দারুণ কাটছে সংগীত তারকা লিজার। আজ এখানে তো, কাল ওখানে, দেশে কিংবা দেশের বাইরে নিয়মিত গান গাইছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে লিজার নতুন গান-ভিডিও। গানের শিরোনাম ‘তোমার স্মৃতিটুকু’। রবিউল ইসলাম জীবনের কথায়, আকাশ সেনের সুর আর সাজিদ সরকারের এর সঙ্গীতায়োজনে গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রেম, রিবহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল। লিজা বলেন, যে গানটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি। কারণ, মনের মতো একটা গান করার চেষ্টা করেছি। শ্রোতার পছন্দের সাথে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দিবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান ‘তোমার স্মৃতিটুক’। ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ