মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লির বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুম্বাইয়ে টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের (টিআইএসএস) শিক্ষার্থীরা এবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। মঙ্গলবার তারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে, লেখা, ‘‘আপনারা যখন ঘুমোচ্ছেন, তখন দেশ মরতে বসেছে।’’
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরুর ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।
এদিকে আইআইএম আমদাবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত অর্ধশত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিকে দিল্লি আইআইটিতে মোমবাতি মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আনন্দবাজার পত্রিকার পত্রিকার খবরে আরও বলা হয়, জামিয়ার ঘটনার জেরে সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি। আজ বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী এ পরীক্ষা বয়কট করে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টির বাইরে বিক্ষোভে দেখান তারা।
বিক্ষোভ দেখান আইআইএসসি-বেঙ্গালুরুর শিক্ষার্থীরা। বিজেপির বিরুদ্ধে প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা ভারতীয় নই— এ কথা বলার সাহস হয় কীভাবে?’
এদিকে আইআইএম বেঙ্গালুরুর শিক্ষক-শিক্ষার্থীরা আজ নাগরিকত্ব আইন ও জামিয়া মিলিয়ার ঘটনা নিয়ে মোদীকে চিঠি লিখেছেন। কানপুর, বম্বে, মাদ্রাজ আইআইটির পড়ুয়ারা আজ ক্লাস বয়কট করেন। রাস্তায় নামেন হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।