Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াইয়ে আমিও আছি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ভারতের নয়াদিল্লির জামেয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমা আখতার এনআরসি’র বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বলেছেন, তাদের লড়াইয়ে তিনিও সঙ্গে আছেন। পুলিশের নৃশংস হামলা, নির্যাতন ও আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ওই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানে মর্মাহত হওয়ার কথা ভিসি এক ভিডিও বার্তায় জানান। মিল্লিয়ার ভিসি বলেন, ‘আমার শিক্ষার্থীদের সঙ্গে যে বর্বরোচিত আচরণ করা হয়েছে, তাতে আমি ব্যথিত। যেভাবে পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে এবং লাইব্রেরিতে পড়াশোনারত শিক্ষার্থীদের পিটিয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘আমি আমার শিক্ষার্থীদের জানাতে চাই যে, তারা এই কঠিন লড়াইয়ে একা নন। আমি ও পুরো জামিয়া তাদের সঙ্গে রয়েছি। যতক্ষণ সম্ভব আমি এই বিষয়টিকে সামনে নিয়ে যাব। আপনারা কখনও একা নন, হতাশ হবেন না এবং কোনও গুজবে বিশ্বাস করবেন না।’
গত রোববার রাতে নয়াদিল্লির বিশ্ববিদ্যালয়টিতে ঢুকে পুলিশ তান্ডব চালায়। শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়। মসজিদে ও লাইব্রেরিতে ঢুকে নির্বিচারে পেটানো হয় শিক্ষার্থীদের। টয়লেটে আশ্রয় নেয়া ছাত্রীদের ওপরও লাঠিপেটা ও নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এক ভিডিওতে দেখা গেছে, আত্মসমর্পণের ভঙ্গিতে মাথার ওপর হাত তুলে হোস্টেল থেকে ছাত্রদের বের করে নিচ্ছে পুলিশ। যদিও আটকের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি এখনো। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ