Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পুলিশ জনগণের পক্ষে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে চট্টগ্রামের বিদায়ী পুলিশ সুপার (এসপি) নূরেআলম মিনা বলেছেন, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে পুলিশ কাজ করছে। পুলিশ বাহিনী সব সময় জনগণের পক্ষে। তিনি গতকাল রোববার নগরীর সিআরবি সংলগ্ন পুলিশ সুপারের বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। চট্টগ্রামে তার সুন্দর সময় কেটেছে জানিয়ে তিনি আগামী দিনেও দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর নূরেআলম মিনাকে সম্প্রতি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আগামী সপ্তাহে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান। চট্টগ্রামবাসী দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করেছেন জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ বাহিনী চট্টগ্রামবাসীর নিরাপত্তায় নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। মতবিনিময় সভায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং বেসরকারি টেলিভিশনের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ