Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনামসজিদ বন্দর একমাস পর পাথর আমদানি শুরু কাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে পাথর আমদানি শুরু হচ্ছে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় পাথর আমদানি জটিলতার সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও আমদানি-রফতানি গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু করার জন্য জেলা প্রশাসনের একটি দল ভারতও ঘুরে এসেছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমদানি-রফতানি গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ পানামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রুদ্ধদার বৈঠক হয়। সার্বিক আলোচনা শেষে উভয়পক্ষের সিদ্ধান্তে আগামীকাল থেকে আবারও পাথর আমদানি শুরু করবে বলে আমদানি-রফতানি গ্রুপের নেতৃবৃন্দ সম্মতি দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ আমদানি-রফতানি গ্রুপের কয়েকজন সদস্য ভারতের পশ্চিম বাংলার মালদাহ জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তের ওপারের সমস্যা নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পানামার দুই কর্মকর্তা ও সিঅ্যান্ডএফের দুই কর্মকর্তা। আলোচনার পর শনিবার থেকে ভারতের মাহদিপুর বন্দর এলাকায় আটকেপড়া পাথরবোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে। আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, আমদানি-রফতানি গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ (১০ সদস্য), পানামার দুজন, শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থলবন্দর কর্তৃপক্ষের আলীমুজ্জামান বকুল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনামসজিদ বন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ