Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় রপ্তানিকারকদের পুনরায় নিম্নমানের পাথর সরবরাহ ও পাথরের মূল্য কমানোর সিদ্ধান্ত উপেক্ষা করায় আমদানি-রপ্তানী কারকরা গতকাল সোমবার ২য় দিনের মত সকল প্রকার পাথর আমদানি বন্ধ রেখেছে। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানী কারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি সেন্টু আলী জানান, ভারতীয় রপ্তানিকারকের নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্যবৃদ্ধির সৃষ্ট সমস্যার ব্যাপারে গত ১০ ও ২১ ফেব্রুয়ারি মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ দু’দফা বৈঠকে পরিচ্ছন্ন পাথর সরবরাহ, টনের পরিবর্তে সেফটিতে ওজন এবং প্রতিটন ১৮.৫ ডলারের স্থলে ১৪ ডলারে পাথর দেয়ার ব্যাপারে একমত হন। কিন্তু বৈঠকের সিদ্ধান্তগুলো গত ২৪ ফেব্রুয়ারি ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন মানবে না বলে সোনামসজিদ আমদানি-রপ্তানীকারক গ্রুপকে চিঠি দিয়ে জানিয়ে দেন। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ পুনরায় বার্তা এবং মৌখিকভাবে সমাধানকৃত সিদ্ধান্তগুলো কার্যকরের দাবী জানিয়ে নিরাশ হলে গত রোববার সকাল থেকে ভারতীয় পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সোনামসজিদ স্থলবন্দর আমদানী-রপ্তানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও ভারতের রপ্তানীকারকদের সৃষ্ট সমস্যার জন্য সকাল থেকে পাথরবাহী কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি। এদিকে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানী করে দেয়ায় ব্যাপক ক্ষতি বাংলাদেশের ব্যবসায়ীরা। অন্যদিকে এ ঘটনায় অচলাবস্থা বিরাজ করছে সোনামসজিদ স্থলবন্দরে।
আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম(বার), ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জুনাইদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব কাম্পের সহকারী পরিচালক এএসপি মো. সহিদার, শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন, মেয়র কারিবুল হক রাজিনসহ উপজেলার ১৫ জন জনপ্রতিনিধি। সভায় গত ৩ মার্চ সরকারী দায়িত্ব পালনকালে শিবগঞ্জ থানার এসআই ছাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম মাদকবাহী ট্রাকচাপায় নিহতদের আত্মার মাগফেরত কামনা করা হয়। সভায় প্রধান অতিথি অস্ত্র ও মাদক চোরাচালানীদের গ্রেফতার করতে সকালের প্রতি সহযোগিতা কামনা করেন। যাতে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনামসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ