Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনামসজিদ বন্দরে আজ থেকে ছোট পাথর আমদানি স্থগিত

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ থেকে ছোট পাথর আমদানি স্থগিত করেছে আমদানিকারকরা। ৩১ জানুয়ারি সোনামসজিদ স্থলবন্দর পাথর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতীয় পাথর রপ্তানিকারকের অযৌক্তিক খরচের হিসাব নি¤œমানের পাথর সরবরাহ ও অযৌক্তিক পাথরের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশি আমদানিকারকরা আজ থেকে ছোট পাথর আমদানি স্থগিত ঘোষণা করেছেন। আমদানিকারকরা জানান, ভারতীয় পাথর রপ্তানিকারকরা নি¤œমানের ছোট পাথর সরবরাহ করায় বাংলাদেশি ছোট পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ছোট পাথর আমদানি স্থগিত থাকবে বলে সোনামসজিদ বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব জানিয়েছেন। গত বৃহস্পতিবার আমদানি-রপ্তানিকারক গ্রুপ অফিসে সোনামসজিদ স্থলবন্দর পাথরবিষয়ক উপ-কমিটি দ্বিতীয় দফায় আলোচনায় বসে পাথর আমদানি স্থগিত কর্মসূচি পালনের জন্য পাথর ব্যবসায়ীরা একমত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনামসজিদ বন্দরে আজ থেকে ছোট পাথর আমদানি স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ