Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৮:৪০ পিএম

এনাম রাজু
স্বাধীনতার বিচিত্র খেলা

ঐ পাড়ায় আজও নীলকর আইন
ভেঙে গেলে রোদে কাঁচ দিতে হয় ফাইন
যাজকের ভান করে নীলমহাজন
সুযোগে পকেটে ভরে জনগণ...!
ওপারে রাখাল বাঁশি বাজে কি বেসুর
অথচ, নাবিক খোঁজে নির্বাচিত সুরেলা দুপুর
চোখে পড়ে তিস্তার চরভরা ফসলের মাঠ
হাহাকারে ভেসে যায় ভাটিয়ালি ঠাট।
ওপাড়ায় ঘটে কতো স্বাধীনতার বিচিত্র খেলা
অতিথি পাখির ঘ্রাণে মউ মউ ডিনারবেলা
এই কথা জানে দেশ নর ও বানর
বিদ্রোহী নজরুল হাওয়া। দেহে রবীন্দ্র চাদর!
হতবাক নাবিক ভুলে যায় স্মৃতি ও ভুগোল
পৃথিবীকে মনে হয় গণতন্ত্র নামের ঘোলমাথা বোল!


কামাল আহমেদ
ধ্রুপদী নগর : উলঙ্গ সভ্যতা

ধ্রুপদী নগরে হাজার পথশিশু
হোটেল রেস্তোরার, প্রাসাদের ডাস্টবিনে
ফেলে দেয়া এঁটো খাবার খেতে, ছুটে হন্যে হয়ে;
যেখানে সে আপোষে খাবার করে ভাগাভাগি
কাক আর কুকুরের সাথে।
মানবতা মুখ থুবড়ে পড়ে,
সভ্যতার অকারণ উলঙ্গ উচ্ছ্বাস;
আমার ভালোবাসা ভীষণ লজ্জা পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন