Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ. লীগ সরকার আমার বাবার খুনের বিচারও করতে পারেনি : ড. রেজা কিবরিয়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৪:০০ পিএম

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার আমার বাবা হত্যার প্রকৃত তদন্ত এবং বিচারও করতে পারেনি।
তিনি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পরে সেখানে চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দেশে চরম বৈষম্য চলছে উল্লেখ করে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, দিনে দিনে ধনী আরও ধনী আর গরীব আরও গরীব হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ দুঃসহ দিন যাপন করছে।
অথচ কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ধানের দাম না পেয়ে কৃষক নিজের ক্ষেতে আগুন দিতে বাধ্য হয়েছেন। চরম দুঃশাসনের মানুষ অতিষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই।
মানুষের ভোটের অধিকার নেই। গেল ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে ডাকাতি করে নেওয়া হলো। দেশের ইতিহাসে এমন ঘটনা অতীতে কেউ দেখেনি। এসময় দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি, নির্বাহী সম্পাদক মহসীন রশীদ, জানে আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজা কিবরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ