Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাসিনোর মালিক হতে চাইলে আ.লীগে যোগ দিন : রেজা কিবরিয়া

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৮:৩২ পিএম

গণফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশে আইন আছে, কিন্তু আইনের শাসন নেই। সরকার আছে, কিন্তু জনগণ ওই সরকারকে ভয় পায়। সৎ সাহস না থাকায় সরকারদলীয় মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা জনগণের মুখোমুখি হতে পারছেন না। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে গণফোরামের বিশ্বনাথ উপজেলা কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে প্রশাসনের লোক দিয়ে যখন তখন উঠিয়ে নেয়া হয়। আওয়ামী লীগ নিজেরা কিছুই করতে পারে না, তাদের একমাত্র হাতিয়ার পুলিশ আর র‌্যাব। পুলিশ-র‌্যাব দিয়ে নেতাকর্মীদের হুমকি ধমকি দেয়া হয়।

গণফোরাম নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণফোরাম করে কেউ বড়লোক হতে পারবেন না, কারণ এখানে কাউকে ক্যাসিনো চালাতে দেয়া হয় না। ক্যাসিনোর মালিক হতে হলে গণফোরামে নয়, আওয়ামী লীগে যোগ দিতে হবে।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে ও গণফোরাম নেতা আব্দুল মতিন রনির পরিচালনায় কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, সিলেট মহানগর গণফোরাম নেতা আজাদ মিয়া ও আনিছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা গণফোরাম নেতা মো. তৈয়বুর রহমান।



 

Show all comments
  • ahammad ৪ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম says : 0
    সহমত পোষণ করলাম। ১০০% কোন সন্দেহ নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজা কিবরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ