পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, শারীরিক অসুস্থতাসহ সব কিছুকে অতিক্রম করে উনি (খালেদা জিয়া) মনোবল দিয়ে কিভাবে এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমি উনাকে স্যালুট জানাই। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, আমি বলতে চাই, সাহসের দিক থেকে জিয়াউর রহমানের সাথে তুলনা করার লোক কম আছে। কিন্তু আমি বলবো, উনার স্ত্রীর (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) সাহস আমাকে ইমপ্রেস করেছে এবং সারাদেশের মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। জাস্ট সাহসের। আর শারীরিক সব কিছুকে অতিক্রম করে উনি মনোবল দিয়ে কিভাবে এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন।
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, উনার নি:শর্ত মুক্তির দাবি আপনাদের-বিএনপির। আর এটা জাতীয় ঐক্যফ্রন্টেরও দাবি। আমরা গণফোরামও বলেছি। তবে আমি দেখেছি, এটা বাংলাদেশের জনগণের দাবি।
রেজা কিবরিয়া বলেন, একজন বীর উত্তমকে (জিয়াউর রহমান) সম্মান না করে এদেশটা কিভাবে চলবে? আমি বুঝতে পারছি না। শহীদ জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধা যদি ধরা হয়, উনি তো প্রথম সারিতে থাকবেনই। কিন্তু রাজনৈতিক কারণে উনাকে হেয় করার জন্য কিছু কথা বলা হয়। যারা কথা বলেন, আগে তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখা উচিত। তারা দেশের জন্য কি করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কি ভূমিকা ছিল- এটা তাদের চিন্তা করা উচিত।
জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে তিনি বলেন, টকশোতে দেখি, ঐক্য নাই- এই ঐক্য দিয়ে কি হবে। কিন্তু আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না। সময় মতো আপনারা দেখবেন, যারা ঐক্য নিয়ে জল্পনা-কল্পনা করছেন- তারা একটা জবাব পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।