Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসনদে ফিরলেন আফগান আসগর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ইংল্যান্ড বিশ্বকাপের আগে আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল গুলবাদিন নাইবকে। তারপর সেই আসরে ব্যর্থতার দায়ে তাকেও সরিয়ে দেয়া হয়েছিল। আর্মব্যান্ড উঠেছিল রশিদ খানের হাতে। এবার আবারও আফগান ক্রিকেট বোর্ড দায়িত্ব তুলে দিয়েছে আসগর আফগানের কাঁধে। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হঠাৎ সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়। তিন ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে আসগরকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অধিনায়ক হিসেবে আসগরের বদলে নাইবকে অধিনায়ক করায় সেবার ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি মোহাম্মদ নবী ও রশিদ খান প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন বোর্ডের। অবশ্য আফগান ক্রিকেট বোর্ড যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সেটা প্রমাণ হয়ে যায় বিশ্বকাপেই।

ইংল্যান্ড ও ওয়েলসের আসরে সব ম্যাচ হারের পর ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় গুলবাদিনকে। ৫০ ওভারের সঙ্গে টেস্ট যোগ করে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয় রশিদকে।

এবার এই লেগ স্পিনারকে সরিয়ে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে আসগরকে। দেশটির সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ১৮১ ম্যাচ, যার ১০৪টিতেই সামলেছেন অধিনায়কের দায়িত্ব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ