Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে অনটাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৩০জন দগ্ধ, ১জন নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৫ পিএম

কেরানীগঞ্জে চুনকোটিয়া হিজলতলা এলাকায় প্রাইম অনটাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৩০জন দগ্ধ ও ১জন নিহত হয়েছে । আহত ও নিহতদেও নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিকেল সাড়ে ৪টায় এই আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে অনটাইম প্লাস্টিকের খাবারের বক্স,থালা, গ্লাসসহ অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরী হতো। কারখানাটিতে প্রায় শতাধিক শ্রমিক বিভিন্ন ইউনিটে কাজ করতো। কারখানায় একটি গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সুত্রপাত হয়। মুহুর্থেই আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় শ্রমিকরা দগ্ধ হতে থাকে । এতে প্রায় ৩০জন শ্রমিক দগ্ধ ও ১জন নিহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউটিনট প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে করখানাটির কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ