Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে গাছ বোঝাই ট্রলারের ধাক্কায় সেতু ভেঙ্গে খালে

কাউখালী ও রাজাপুর উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৬:২৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে গাছ বোঝাই একটি ট্রলারের ধাক্কায় সন্ধ্যা নদীর উপরে থাকা সেতুটি ভেঙ্গে নদীতে ডুবে গেছে। এ সময় সেতুটি ভেঙ্গে নৌকার উপর পড়লে গাছসহ নৌকাটিও ডুবে যায়। ১১ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. বাবুল তালুকদার জানায়, আজ বুদবার সকালের দিকে গাছ বোঝাই ইন্জিন চালিত নৌকাটি সেতুতে ধাক্কা দিলে বিকট শব্দে সেতুটি ভেঙ্গে নৌকার উপর পরে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা সুমন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে সে অক্ষত রয়েছে। রাজাপুর ও পিরোজপুরের কাউখালি উপজেলাকে সংযুক্ত করা এই সেতুটি দুই উপজেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। নদীর দুই পাড়ে প্রায় ডজনখানের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। নৌকার মাঝি মো. সুমন বলেন, ‘নৌকার সাথে গাছ বেঁধে স্বরূপকাঠি যাওয়ার পথে সেতুর সাথে ধাক্কা লাগে। ভোরে ঘন কুয়াশার কারণে সেতুটি দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটে।’ শুক্তগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। বর্তমানে দুই পাড়ের মানুষ নৌকায় যাতায়াত করছে। দ্রুতই সেতুটি পারাপারের উপযোগী করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতু

১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ