Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের পদক্ষেপ চায় ফর্টিফাই রাইটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে করা মামলার শুনানি শুরু হচ্ছে আজ। তবে চ‚ড়ান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গাদের আপাত সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিতে আইসিজে-এর প্রতি আহŸান জানিয়েছে দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর প‚র্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যাকান্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা। এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে ২০১৯ সালের ১১ নভেম্বর মুসলিম দেশগুলোর জোট ওআইসি-র পক্ষে আইসিজে-তে মামলা করে গাম্বিয়া। মঙ্গলবার মামলার শুনানি শুরু হওয়ার আগে শনিবার বিষয়টি নিয়ে কথা বলেছে দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস। সংস্থাটি বলেছে, মিয়ানমার রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। দেশটি জাতিসংঘ জেনোসাইড কনভেনশনের আওতায় তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নতুন প্রমাণাদি দেখিয়েছে, মিয়ানমার সরকার কিভাবে তার এ সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করে যাচ্ছে। কিন্তু ফর্টিফাই রাইটস সবার জন্য মানবাধিকার নিশ্চিত করতে চায়। ফর্টিফাই রাইটস-এর হাতে আসে নতুন প্রমাণাদিতে উঠে এসেছে, রোহিঙ্গাদের কিভাবে দাস শ্রমিক হিসেবে বাধ্যতাম‚লক শ্রম শিবিরগুলোতে ব্যবহার করে আসছে বর্মি কর্তৃপক্ষ। এমনকি রোহিঙ্গা শিশুদেরও এসব কাজে ব্যবহার করে আসছে দেশটি। এ জনগোষ্ঠীর মানুষের চলাফেরার অধিকারও সীমিত করে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব এমনকি তাদের অস্তিত্বকেই অস্বীকার করে আসছে বর্মি কর্তৃপক্ষ। ফর্টিফাই রাইটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, আমরা আত্মবিশ্বাসী যে, আদালত এ ব্যাপারে জরুরিভাবে ও যথাযথ প্রক্রিয়ায় সাড়া দেবে। এদিকে এই বিচারিক প্রক্রিয়া শুরুর আগ মুহ‚র্তে মিয়ানমারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে আমন্ত্রণ জানিয়েছে বার্মিজ কর্তৃপক্ষ। দুই দিনের সফরে শনিবার নেপিদো পৌঁছান তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ