Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় বান্ধাবাড়ী ইউনিয়ন আ.লীগ সম্মেলনে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কোটালিপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ৫:১১ পিএম | আপডেট : ৬:০৫ পিএম, ৮ ডিসেম্বর, ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে অপর পক্ষের কর্মী সমর্থকরা। আজ রবিবার দুপুরে তারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে গতকালের সম্মেলনে সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের ঘোষণা দেওয়া কমিটি বাতিলের দাবি জানান। এর আগে শনিবার রাতে বান্ধাবাড়ী জেবিপি উচচ বিদ্যালয় মাঠে বান্ধাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতি পদে সাবেক সভাপতি রতন কুমার মিত্র, লিয়াকত হোসেন শেখ, আঃ রহিম শেখ, সিরাজ তালুকদার, বাদশা শেখ, আজম খান সহ ১১জন ও সাধারন সম্পাদক পদে চেয়ারম্যান মহব্বত হোসেন গোলদার, হান্নান মোল্লা, মুজিবর শেখ, মিজানুর রহমান মানিক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শেখ সহ ৮জন প্রার্থী প্রতিযোগিতা করেন। সম্মেলনের ২য় পর্বে প্রার্থীদের মধ্য থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর সভাপতি পদে লিয়াকত হোসেন শেখ ও সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান মানিকের নাম ঘোষণা করেন। এতে অপর পক্ষের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এই কমিটি মানিনা বলে স্লোগান দিয়ে বাতিলের দাবি জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে অবরুদ্ধ করার চেষ্টা করেন। সভাপতি পদে রতন কুমার মিত্র, আঃ রহিম শেখ, সিরাজ তালুকদার, আজম খান ও সাধারন সম্পাদক পদে হান্নান মোল্লা, মুজিবর শেখ বলেন- দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করি কিন্তু গতকালের সম্মেলনে পুরাতন ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এ কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের নির্বাচিত করার দাবি জানাই। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর বলেন- সম্মেলনে সভাপতি পদে লিয়াকত হোসেন শেখ ও সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান মানিকের নাম ঘোষণা করা সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ