গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনের সামনে আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত রাস্তার দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি বিআরটিসির যাত্রীবাহী দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকাল ৩টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায়ও তাৎক্ষনিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছেছেন। ইতোমধ্যেই কারওয়ান বাজারে আগুন লাগা বাসটি নিয়ন্ত্রণে এসেছে । কিন্তু কুর্মিটোলা হাসপাতালের সামনে বিআরটিসির যে বাসটিতে আগুন লেগেছে সেটা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
তাৎক্ষণিকভাবে বাস দুইটিতে কীভাবে আগুন লাগলো সেটা জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।