বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় থেমে থাকা যাত্রিবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল ৩০ মার্চ মঙ্গলবার দিবাগত রাত্রি সাড়ে ৮টায় পুঠিয়া পৌরসদরের রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী পুঠিয়া ফায়ারসার্ভিকে খবর দিলে ফায়ারসার্ভিস ইনচার্জ মখলেছুর রহমানের নেতৃত্বে একদল ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। জানাগেছে, গত ২৯ মার্চ সোমবার খান এন্টারপ্রাইজ (রাজ মেট্রো-জ-১১০০৮৮) নামের যাত্রিবাহী বাসটি তার ভাড়ার টিপ শেষ করে উক্ত স্থানে গ্যারেজ করে ড্রাইভার নূরুল হুদা লাড্ডু। এর পর থেকে বাসটি সেখানেই ছিলো। এব্যাপারে পুঠিয়া ফায়ারসার্ভিস ইনর্চাজ মখলেছুর রহমান জানান, বাসটির ব্যাটারীর শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। পরে পুরো বাসে তা ছড়িয়ে পড়ে। এতে বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত এসে বাসটির আগুন নিয়ন্ত্রনে আনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।