বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ওয়াজ মাহফিলে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. মান্না গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।
কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মন্ডলের ছেলে মুন্না মন্ডল, ইদ্রিস মন্ডলের ছেলে সাগর মন্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ।
উপজেলার ১১নং চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল চলাকালে কয়েকজন বখাটে পূর্ব শত্রুতার জের ধরে মান্না নামের ওই যুবককে চুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত মান্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
নিহতের লাশ পাবনা থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।