বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলায় স্কুল পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমি’র। ৪ নভেম্বর (বুধবার) সকালে তিনি সদর উপজেলার মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি বিদ্যালয়ে ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে নির্মিত ওয়াস জোন পরিদর্শন সহ বিদ্যালয় কক্ষ ঘুরে শিক্ষার্থীদের হাতে তৈরী দেয়ালিকা দেখেন। এসময় তিনি ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমি’র সাথে উপস্থিত ছিলেন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় চীফ এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফ ওয়াটার এন্ড স্যানিটেশন কর্মকর্তা মো: ফোরকান আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন নাহার ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমিকে বিদ্যালয় ঘুরিয়ে দেখান। এসময় শিক্ষার্থীরা ইউনিসেফ তাদের স্কুলে ওয়াস জোন নির্মান করায় হজুমিকে ধন্যবাদ জানায়।
পরে তিনি ভোলা জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: নিত্যানন্দ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে বিকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের “সাততারা” কিশোরী ক্লাব পরির্দশন করেন। কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে ক্লাবের সদস্যদের কী দক্ষতা বৃদ্ধি পেয়েছে তা সম্পর্কে তিনি কিশোর কিশোরীদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় এই ক্লাব পরিচালিত হয়। ভোলায় বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, যৌতুক ও শিশুশ্রম রোধে কাজ করছে কিশোরী ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।