মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীত শুরু হওয়ার পর থেকেই একের পর এক তুষার ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর থেকে লাদাখ। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় তুষার ধসে ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যরা হলেন হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর।
এছাড়া সেখান থেকে আরও এক সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত কয়েক সপ্তাহে ওই এলাকায় তুষারধসের ঘটনায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। এর আগে গত শনিবার লাদাখের দক্ষিণাঞ্চলীয় সিয়াচেনে তুষারধসে দুই সেনা নিহত হয়। এটা সিয়াচেনে দ্বিতীয় দুর্ঘটনা। তার দু'সপ্তাহ আগে অর্থাৎ গত ১৮ নভেম্বর সেখানে চার সেনা এবং আরও দুই বেসামরিক তুষারধসে নিহত হয়েছে।
শীতকালে ওই অঞ্চলে তুষারধস এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক সময় সেখানকার তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।