Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে তুষারধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ২:১৯ পিএম

শীত শুরু হওয়ার পর থেকেই একের পর এক তুষার ধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর থেকে লাদাখ। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় তুষার ধসে ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যরা হলেন হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর।

এছাড়া সেখান থেকে আরও এক সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত কয়েক সপ্তাহে ওই এলাকায় তুষারধসের ঘটনায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। এর আগে গত শনিবার লাদাখের দক্ষিণাঞ্চলীয় সিয়াচেনে তুষারধসে দুই সেনা নিহত হয়। এটা সিয়াচেনে দ্বিতীয় দুর্ঘটনা। তার দু'সপ্তাহ আগে অর্থাৎ গত ১৮ নভেম্বর সেখানে চার সেনা এবং আরও দুই বেসামরিক তুষারধসে নিহত হয়েছে।

শীতকালে ওই অঞ্চলে তুষারধস এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক সময় সেখানকার তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ