Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় পুলিশ বাহিনীতে আত্মঘাতী গোলাগুলি, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১:৫১ পিএম

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) পাঁচ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের বরাতে দেশটির বার্তা সংস্থা পিটিআই এমন খবর দিয়েছে।

পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন, এখান থেকে সাড়ে তিনশ কিমি দূরে আইটিবিপির ৪৫তম ব্যাটালিয়নের কাডেনার ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যানুসারে, আইটিবিপির এক জওয়ান নিজের অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি করেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হন। পরে ওই জওয়ানকেও গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণপুর পুলিশের সুপারইনটেনডেন্ট মুহিত গার্গ ঘটনাস্থলে ছুটে গেছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সঙ্গে ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে।

তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ