মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’ কোটি রুপির স্পোর্টস কার নিয়ে রাস্তায় বার হলে যে কেউ তাকিয়ে দেখবেন। তাকিয়ে দেখেছিলেন এক ট্রাফিক পুলিশও। সেই তাকানোই ‘কাল’ হল ওই গাড়ির মালিকের। আমদাবাদে এক ‘পোর্সা ৯১১’ স্পোর্টস কারের মালিককে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হল।
পোর্সা ৯১১-এর ভারতে অন রোড দাম প্রায় দু’ কোটি ১৫ লক্ষ রুপি। তেমনই একটি গাড়ি নিয়ে এক ব্যক্তি শুক্রবার আমদাবাদের রাস্তায় বেরিয়েছিলেন। রূপালী রঙের পোর্সাটিকে শহরের হেমলেট ক্রস রোডে আটকান এক ট্রাফিক পুলিশ।
আমদাবাদের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-র এক কর্মী জানিয়েছেন, পোর্সাটিতে কোনও নম্বর প্লেট ছিল না। তাই সেটিকে আটকানো হয়। তারপর যখন চালকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয়, তার কিছুই দেখাতে পারেননি তিনি। এর পরই গাড়িটিকে আটক করা হয়। সব কিছু হিসেব কষে গাড়ির মালিককে ন’লক্ষ ৮০ হাজার রুপির জরিমানার রসিদ ধরানো হয়।
আমদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার তেজস পটেল গাড়িটিকে বাজেয়াপ্ত করার কথা জানিয়েছেন। আমদাবাদ পুলিশের টুইটার হ্যান্ডলেও গাড়িটির দু’টি ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে গাড়িটির কোনও নম্বর প্লেট ছিল না।
গাড়ির মালিক জরিমানার ন’লক্ষ ৮০ হাজার রুপি জমা করার পর সেই রসিদ দেখালেই গাড়িটি ফেরত্ পেয়ে যাবেন। এমনটাই জানিয়েছেন, আমদাবাদ আরটিও-র এক কর্মী।
সূত্র : আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।