মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর হলে ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দিল্লি ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রোববার (১ ডিসেম্বর) এনআরসি ইস্যুতে সংবাদ সংস্থা ‘এএনআইকে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘ক্ষমতাসীন বিজেপি সরকার এনআরসি কার্যকরের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এনআরসি কার্যকর হলে তাদেরও সমস্যায় পড়তে হবে। কারণ নরেন্দ্র মোদি ও অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। তারা এখন দিল্লিতে থাকেন। কিন্তু তারা তো দিল্লির বাসিন্দা নন।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ তাদের প্রতিদিনকার জীবনধারণ নিয়ে চিন্তা করতেই ব্যস্ত। খাবার জোগাড়ের কথা ভাবতেই কেটে যায় তাদের পুরোটা দিন। তাদের কাছে নাগরিকত্বের কাগজপত্র নিয়ে ভাবার সময় আছে?’ এরপর তিনি যোগ করেন, ‘সরকার মূলত মুসলমানদের তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।