Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেক্সিকোতে ভয়াবহ বন্দুকযুদ্ধে পুলিশসহ ১৪ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ২:০৮ পিএম

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে গতকাল শনিবার মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সন্দেহভাজন মাদক পাচারকারী ও বাকি ৪ জন দেশটির পুলিশ সদস্য। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর কোহুইলা রাজ্যের কর্তৃপক্ষ বলছে, একদল ভারী অস্ত্রধারীর সঙ্গে রাজ্যের ভিলা ইউনিয়ন নামের একটি ছোট শহরে পুলিশের সংঘর্ষ বাধে।
রাজ্যের গভর্নর মিগুয়েল অ্যাঞ্জেল রিকেলমে সাংবাদিকদের জানান, এ ঘটনায় ১০বন্দুকধারী ও চার পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া তিনি জানান, এতে আরো ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ