মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সমাজে সৃষ্টি হওয়া সন্দেহের আবহ দূর করার আবেদন করেছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সাম্প্রতিক জাতীয় গড় উৎপাদন সম্পর্কিত তথ্য মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই প্রবীণ এই কংগ্রেস নেতাকে উদ্ধৃত করেছে। “আজ যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে বৃদ্ধির হার ৪.৫ শতাংশে ঠেকেছে। এ একেবারে মেনে নেওয়া যায় না। আমাদের দেশের বৃদ্ধির হার ৮-৯ শতাংশ হবার কথা। জাতীয় গড় উৎপাদন প্রথম ত্রৈমাসিকের ৫ শতাংশ থেকে কমে দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.৫ শতাংশ হওয়া খুবই উদ্বেগজনক। অর্থনৈতিক নীতিতে সামান্য কিছু বদল ঘটিয়ে অর্থনীতির হাল ফেরানো যাবে না।” নয়া দিল্লিতে জাতীয় অর্থনীতি কনক্লেভে ভাষণ দেবার সময়ে এ কথা বলেন তিনি।
শুক্রবারই ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস জিডিপি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের বৃদ্ধির হার ৪.৫ শতাংশ। যা গত ২৬টি ত্রৈমাসিকের মধ্যে নিম্নতম।
সমাজের পরিস্থিতি আরো ভয়াবহ
মনমোহন সিং বলেন, “দেশের অর্থনীতি উদ্বেগজনক বটে, কিন্তু সমাজের পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ সমাজে সর্বদা আতঙ্কের পরিবেশ কাজ করছে।” তিনি বলেন, “অনেক শিল্পপতি আমাকে বলেছেন, তাঁরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন পাছে সরকার তাঁদের হেনস্থা করে। ব্যাঙ্ক নতুন করে ঋণ দিতে আগ্রহী নয়। উদ্যোক্তারা নতুন প্রকল্প হাতে নিতে ভয় পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের নীতিপ্রণেতারা সত্যি কথা বলতে ভয় পাচ্ছেন। প্রচন্ড আতঙ্ক ও অবিশ্বাসের পরিবেশ রয়েছে অর্থনীতি ক্ষেত্রে।”
দেশে যে সমন্বয় ছিল, যে আত্মবিশ্বাস ছিল, যে পারস্পরিক নির্ভরতা ছিল তাকে ফিরিয়ে এনে জান্তব সত্তাকে দূর করার জন্য মোদীর কাছে নিজের ভাষণে অনুরোধ জানিয়েছেন মনমোহন সিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।