Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন দুই গান নিয়ে এস আই টুটুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

নিজের ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী এস আই টুটুল। এই দলেরই হয়ে দেশ বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততার ফাঁকে কিছু কিছু মৌলিক গানও করছেন তিনি। সম্প্রতি গীতিকবি জামাল হোসেনের লেখা দুটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গান দুটির শিরোনাম হচ্ছে ‘পোড়া চোখ’ ও ‘হারিয়েছি আমি’। ‘হারিয়েছি আমি’ গানটির সুর সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। ‘পোড়া চোখ’ গানটিরও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। তবে এই গানটির সুর করেছেন অভি আকাশ। টুটুল বলেন, ‘জামাল ভাইয়ের গীতিকবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পোড়া চোখ বা হারিয়েছি আমি দুটি গানের কথা মন ছুঁেয় গেছে। দুটি গানেরই সুর ভীষণ মিষ্টি। গান দুটি গাইতে খুব ভাল লেগেছে। আমার বিশ^াস গানগুলো প্রকাশ হলে শ্রোতা দর্শকেরও অবশ্যই ভালো লাগবে।’ জানা গান দুটির শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণ শেষে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ