Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটি টাকা নিয়ে উধাও জড়িতের অভিযোগে আটক ২

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম


কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার ১ মাস পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে প্রতারক চক্রের ওই তিন সদস্যকে আটক করে উলিপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটককৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, ছয় মাস পূর্বে উপজেলার দূর্গাপুর বাজারে জনৈক সৈয়দ আলীর বাড়ি ভাড়া নিয়ে প্রতারক চক্রটি নিজেদের ভূয়া নাম, ঠিকানা ব্যবহার করে ও করতোয়া কারিগরী প্রশিক্ষন নামে কর্মহীন মহিলাদের দর্জি প্রশিক্ষণের ভূয়া প্রকল্প খুলে বসেন। এরপর প্রতারনার মাধ্যমে উপজেলার দশটি ইউনিয়নের ৬৫জন মহিলা কর্মীকে সহকারী প্রশিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন। এই প্রশিক্ষকদের মাধ্যমে উপজেলা বিভিন্ন ইউনিয়নে গ্রুপ গড়ে তোলা হয়। একজন সহকারী প্রশিক্ষক ৩০-৩৫ জনের ১০-১২টি করে গ্রুপ তৈরি করেন। তাদের প্রাথমিক ভাবে প্রশিক্ষণের নামে কাঁচি ও ফিতা সরবরাহ করা হয়। এরপর সেলাই মেশিন দেয়ার কথা বলে ওই সকল গ্রুপের সাত হাজার মহিলার কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে ১৩৩০ টাকা করে মোট ৯৩ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়।

এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের সহকারী প্রশিক্ষক বিজলী বেগম বাদী হয়ে গত ২৯ অক্টোবর পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে উলিপুর থানায় মামলা দায়ের করেন। এরপর সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাস প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম মাষ্টারপাড়া গ্রামের রবিন্দ্রনাথ সরকারের পুত্র রুবেল কুমার সরকার (৩২), উত্তর মরুয়াদহ গ্রামের জাফর আলীর পুত্র খোরশেদ আলম (৪১) ও মোকছেদুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা, ১টি সেলাই মেশিন, ২টি ট্যাব, কয়েকটি মোবাইল ফোনসহ বেশকিছু সিমকার্ড উদ্ধার করা হয়। উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানের নাম করতোয়া কারিগরী প্রশিক্ষণ প্রকল্প, আইএইচ.আর.জে.এস. প্রধান কার্যালয়, ৫০/ডি ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়া পল্টন, ৫ম তলা, ঢাকা-১০০০, রেজিঃ নং-১০২৭২-২০১৯ ব্যবহার করেন যার পুরোটাই ছিল ভূয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ