Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলার ২ সপ্তাহের মধ্যেই বিচার শুরু মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

গাম্বিয়ার মামলা, অতঃপর ২ সপ্তাহের মধ্যেই অভিযুক্ত সেনাদের বিচার শুরু মিয়ানমারের। সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। আর এর দু’সপ্তাহ পরই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’- আরসা’র বিরুদ্ধে, ২০১৭ সালে অভিযানের সময় সেনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিচার কার্যক্রম শুরু করল দেশটির সেনাবাহিনী। সেনা আদালতে মঙ্গলবার থেকে সেনা কর্মকর্তারা শুনানি শুরু হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ইরাবতি। ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর চালানো ‘ক্লিয়ারেন্স অপারেশনের সময় বুথিডংয়ের গুতার পাইন গ্রামে ১৯ আরসা সদস্য নিহত হয়। এর আগে ওই মাসেই বিভিন্ন নিরাপত্তা চৌকিতে বেশ কয়েকটি হামলা চালায় ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’। ইরাবতি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ