Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরি মসজিদ রায়ে মোদির সন্তুষ্টি প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৫:৩৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অযোধ্যা মামলায় রায়ে দেশের মানুষ যেভাবে তাদের পরিণত মানসিকতা ও ধৈর্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রসংশনীয়। সারা পৃথিবীকে ভারতের মানুষ যে বার্তা দিতে পেরেছেন, তা হলো দেশের স্বার্থের উর্ধ্বে আর কিছুই হতে পারে না।
ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় হিন্দুরের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দেয়। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে বাবরি মসজিদের বিকল্প হিসেবে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদ মামলার রায়ের পর সেভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে 'মন কি বাতে' এবার তিনি মনের কথা খুলে জানালেন।
অবশ্য আজকের 'মন কি বাতে' শুধু অযোধ্যা মামলার রায়ই নয়, নিজের ছোটবেলার কথাও তুলে আনেন তিনি। সেই প্রেক্ষিতেই এনসিসি-র কথা বলতে গিয়ে তিনি বলেন, একসময় এনসিসি করতাম। এখনো আমি নিজেকে এনসিসি-ক্যাডেট মনে করি। সবার জানা উচিত, এনসিসি হলো দুনিয়ার সবচেয়ে বড় যুব সংগঠন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ