Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৮:৩৫ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছরের পুরোটা সময় ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশব্যাপী পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। এরই অংশ হিসেবে আগামী জুনে বাংলাদেশে আসবে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। মুজিববর্ষে প্রীতি ম্যাচ খেলতেই ঢাকায় আসছে তারা। তবে প্রীতি ম্যাচে ম্যানইউ’র প্রতিপক্ষ কারা হবে তা এখনও ঠিক হয়নি।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে।’ ম্যানইউ ঢাকায় এলে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে পারে বলে আভাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল ২৬ নভেম্বর ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।’ তিনি যোগ করেন,‘প্রীতি ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ