Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পুরাতন জেএমবির ৪ শীর্ষ নেতা গ্রেফতার

অস্ত্র, বিস্ফোরক ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১১:৪৫ এএম | আপডেট : ১২:৪৯ পিএম, ২৪ নভেম্বর, ২০১৯

পুলিশ হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখা ও বগুড়ার গোয়েন্দা পুলিশের এক যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে পুরাতন জেএমবির ৪ শীর্ষ নেতা । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, চাপাতি,বিষ্ফোরক ও গ্রেনেড তৈরীর বিপুল সরঞ্জাম ।
এই গ্রেফতার অভিযানের বর্ননা দিয়ে রোববার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা তার অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ জানান,পুলিশ হেড কোয়ার্টার্স এর এলআইসি শাখার সদস্য এবং বগুড়া ডিবির সদস্যরা পুর্বে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাস স্টপেজ এলাকায় অবস্থান নিয়ে ছিল । মাঝরাতে ওই স্থানে শ্রী কনক নামের এক ব্যাক্তির মালিকানাধীন কনক টেলিকম সার্ভিসের সামনে সন্দেহভাজন কয়েকজন জড়ো হলে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র গুলি বিষ্ফোরক ও গ্রেনেড তৈরীর সরঞ্জাম পাওয়া গেলে তাদের জঙ্গী পরিচয় নিশ্চিত হওয়া যায় । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পুরাতন জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা । এরা হল যথাক্রমে পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি প্রধান আতাউর রহমান (৩৪) । তার বাড়ি রংপুর জেলার কাউনিয়ায় । রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান মিজানুর রহমান নাহিদ(৪২)। তার বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায় । গাইবাšধা জেলার এহসার সদস্য জহুরুল ইসলাম সিদ্দিক (২৭)। তার বাড়ি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর সোনারপাড়া ।বগুড়া জেলার দায়িত্বশীল গায়েরে এহসার সদস্য মিজানুর রহমান (২৪) । তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি সহ ১টি পিস্তল ,১ কেজি বিষ্ফোরক , ৮টি গ্রেনেড বডি, ১০টি গ্রেনেড তৈরীর সার্কিট বডি সহ গ্রেনেড তৈরীর বিপুল সরঞ্জাম চাপাতি ও চাকু পাওয়া যায় ।
সংবাদ বিফ্রিংএ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র বিষ্ফোরক আইনে মামলা করা হবে এবং রবিবারই আদালতে পাঠিয়ে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে ।



 

Show all comments
  • jack ali ২৪ নভেম্বর, ২০১৯, ১২:১৫ পিএম says : 0
    They always say they have capture huge amount of weapon and bomb making material--- if they are really J&B---why they surrender without a fight----???????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ