মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের বিচার দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমি সিনেটরদের বিচার চাই।’ এছাড়া তিনি আরও বলেন, ‘আমি কোনোদিন ভাবিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভস আমাকে ইমপিচ করবে। আমি মনে করি, যদি তাদের কাছে কোনো প্রমাণাদি না থাকে তাহলে তারা আমাকে অভিশংসিত করতে পারবে না।’
চলতি মাসের ১৩ নভেম্বর থেকে জনসম্মুখে চলে আসছে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত। এ পর্যন্ত ১২ জন সাক্ষী অভিশংসন তদন্তে সাক্ষ্য দিয়েছেন।
ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন হাউস তদন্ত করছে যে ট্রাম্প ইউক্রেনকে তার রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেনের দুর্নীতি তদন্তের জন্য চাপ দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা।
চলতি বছরের ২৫ জুলাই ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপকে কেন্দ্র করে এ তদন্তটি করা হচ্ছে। যেখানে মার্কিন নেতা ও আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ জো বাইডেন এবং তার পুত্র হান্টারের দুর্নীতির তদন্ত শুরু করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত সাক্ষ্যগ্রহণ থেকে জানা গেছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান হস্তক্ষেপকারী দেশ ইউক্রেন, রাশিয়ার নয়।
এখন পর্যন্ত বাইডেন কর্তৃক বড়ুশিমা গ্যাস ক্ষেত্রে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর ট্রাম্প বলেছেন, তিনিও কোন ভুল করেননি। অভিশংসন তদন্তকে একটি জাদুকরী অনুসন্ধান হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।