Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১১:১৫ এএম

সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন বিজেপি মাওবাদীদের দমন করেছে। তার এই মন্তব্যের ২৪ ঘণ্টার মাথায়
মাওবাদীদের হামলায় ভারতের ঝাড়খন্ডে চার পুলিশ নিহত হয়েছে। শুক্রবার রাতে লাতেহারের চন্দোয়া থাকার কাছে ওই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, চন্দোয়া থানা কাছে টহল দিচ্ছিল পুলিশ ভ্যান। সেটি ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। সে সময় কমপক্ষে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি চালায় তারা। অন্যদিকে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পুলিশ কর্মকর্তা ও তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।

এর একদিন আগে বৃহস্পতিবার লাতেহারেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি দাবি করেন, বিজেপি আমলে এ এলাকা মাওবাদী মুক্ত হচ্ছে। তার একদিন পর ওই ভয়াবহ হামলা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ