Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৮:০০ পিএম

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্ব নিলেন মারুফুল হক। বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন তিনি।

সদ্য সমাপ্ত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর ডাগআউটে দাঁড়ানোর পরই সবাই ধরে নিয়েছিলেন নতুন মৌসুমে দলটির কোচ হতে যাচ্ছেন মারুফুল। এই ধারণার বড় কারণ ছিল মারফুল হকের পুরোনো ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের দুরবস্থার জন্য। মতিঝিল ক্লাব পাড়ায় ক্যাসিনোকান্ডে লন্ডভন্ড আরামবাগ ক্রীড়া সংঘ। সর্বশেষ আসরে পঞ্চমস্থান পাওয়া ক্লাবটির এবার দল গঠন নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও শেষ পর্যন্ত জোড়াতালির একটা দল তৈরি করে পেরেছে তারা। ক্লাবের দুরবস্থার কারণে মারুফুল হকের মতো হাই-প্রোফাইল কোচ ধরে রাখার সামর্থ্য ছিল না আরামবাগের। তাই তাকে ছেড়ে দিতে হয়েছে। উয়েফা লাইসেন্সধারী কোচ মারুফুলও খুঁজে নিয়েছেন বিকল্প জায়গা। শেখ কামাল ক্লাব কাপে স্বাগতিক দলকে ফাইনালে তোলা এই কোচের অধীনেই এবারের মৌসুমে প্রস্তুত হবে চট্টগ্রাম আবাহনী। দলের সঙ্গে আগেই কাজ শুরু করলেও বুধবার চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন মারুফুল। এদিন রাজধানীর মহাখালিস্থ রূপায়ণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। মারুফুল হক ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম আবাহনীর সভাপতি সংসদ সদস্য এমএ লতিফ, সহ-সভাপতি তরফদার মো: রুহুল আমিন ও মহাসচিব শামসুল হক চৌধুরী, এমপি উপস্থিত ছিলেন। মারুফুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার মো: রুহুল আমিন বলেন,‘নতুন কোচ আমাদের বলেছেন-এই দল নিয়ে চ্যাম্পিয়ন ফাইট দেয়া সম্ভব। আশা করি, আমরা এবারের ঘরোয়া মৌসুমে ভালো ফলাফল করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ