মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজস্থান রাজ্যে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির পুলিশের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়। খবর এএনআই'র।
আজ সোমবার ভোরে বিকানেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। দুনগড়গড়ের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ বলছে, ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হয় আরও চারজনের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, রবিবার রাত সাড়ের ১০ টা নাগাদ মহারাষ্ট্রের ঢুল জেলার নিমগুল গ্রামে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ ইন্সপেক্টর হেমন্ত পাতিল জানিয়েছেন, ‘প্রবল গতিতে থাকা ট্রাকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
ঢুলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু ভুজবল জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।