মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পারিবারিক সহিংসতায় তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) দেশটির সান ডিয়েগোর প্যারাডাইজ হিলস পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, স্ত্রীসহ তিন সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে প্রথমে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। পরে এক পর্যায়ে পরিবারের সবাইকে গুলি করে আত্মঘাতী হন ওই ব্যক্তি।
ওই ঘটনার পর প্যারাডাইস হিলস থেকে ফোনকল পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি বাড়িতে তিন বছর বয়সী এক শিশু এবং তার মা ও বাবার মরদেহ উদ্ধার করে। এছাড়া আরো তিন শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এদের বয়স যথাক্রমে ৫, ৯ এবং ১১ বছর।
সান ডিয়েগো শহরের পুলিশের প্রধান ডেভিড নিসলেইট এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় আহত শিশুদের হাসপাতালে ভর্তি করানো হয়ে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। আরেক শিশু এখনো চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
পুলিশের প্রধান ডেভিড আরো বলেন, এটি খুন ও আত্মহত্যার একটি মর্মান্তিক ঘটনা ছিল। এই ঘটনায় এখনো কোনো হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।