Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখায় তুরস্কে ৪ মেয়র আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ২:৩০ পিএম

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুর্দি বিদ্রোহীদের সাথে সম্পর্ক থাকার সন্দেহে চার মেয়রকে আটক করেছে তুরস্ক পুলিশ। শুক্রবার মারদিন প্রদেশের সাভোর, দারিক ও মাজিদাগি এবং সানলিউফরা প্রদেশের সোরাক শহরের মেয়রদের আটক করা হয়।

দেশটির বার্তা সংস্থা আনাদোলু জানায়, কুর্দিপন্থী দলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। কুর্দিপন্থী পিপল’স ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপির সদস্য এ মেয়ররা গত মার্চে নির্বাচিত হয়েছিলেন। সরকার এ দলকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সাথে সম্পর্ক রাখার দায়ে অভিযুক্ত করেছে।

এইচডিপি দলের ২০ জনের মতো মেয়রকে পদ থেকে সরিয়ে সরকারি প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এবং তাদের মধ্যে ১৪ জন কারাদন্ড পেয়েছেন।
ডিএইচপির সাবেক সভাপতি সালাহাদ্দিন দিমিরতাসসহ দলের সাতজন সাবেক আইনপ্রণেতাও কারাগারে আছেন। ইউএনবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ