Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালেই যুগলের বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৪:২৯ পিএম

বিয়ে ঠিক হয়েছিল আগেই। কিন্তু বিয়ের কয়েকদিন আগে পাত্রের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু ছেলে বিয়ে করবে আর বাবা দেখতে পাবে না, এটা কী করে হয়? আবার বিয়ে পিছিয়ে দিলেও সমস্যা। তাই সবদিক বজায় রাখতে হাসপাতালে বাবার কেবিনেই বিয়ে সারলেন যুগল। বাবার প্রতি ছেলের সেই ভালবাসা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

আমেরিকার টেক্সাসের বাসিন্দা আলিয়া ও মিকেল থমসন তাদের বিয়ে সারলেন বেলর স্কট অ্যান্ড হোয়াইট মেডিক্যাল সেন্টারে। তবে চিরাচরিত বর-কনের পোশাক এ দিন পরেননি আলিয়া ও মিকেল। হাসপাতালের গাউন পরেই বিয়ে সেরেছেন তারা। বাবার উপস্থিতিতে মিকেল এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়েছেন আলিয়ার হাতে। মিকেলের বাবা ছাড়া তাদের সেই বিয়ের সাক্ষী হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাদের দম্পতির বিয়ে করার কথা ছিল মার্চে। কিন্তু দুই পরিবারের লোকজনের অসুস্থতার কারণে সেই বিয়ে বেশ কয়েক বার পিছিয়ে যায়। তাই এ বার হাসপাতালের কেবিনেই নিজেদের বিয়ে সারলেন তারা। সূত্র: ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ