Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট বন্ধে কাশ্মীরে ক্ষতি ৪০০০ কোটি রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ২:৪১ পিএম

কাশ্মীরে কী হচ্ছে তা জানতে পারছে না বিশ্ব। কারণ সেখানে যে ইন্টারনেট বন্ধ। আর এই কারণে ভারতের আর্থিক ক্ষতিও হচ্ছে। ইন্টারনে বন্ধের ১০১ তম দিন আজ বৃহস্পতিবার পূর্ণ করল কাশ্মীর। ২০১২ সালে কাশ্মীরে মোট ৯ ঘণ্টা বন্ধ ছিল ইন্টারনেট। ২০১৯-এ ৩০০০ ঘণ্টারও বেশি। সমীক্ষা বলছে, বারবার ইন্টারনেট বন্ধের ধাক্কায় ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত কাশ্মীরের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪০০০ কোটি রুপি!

তুষারপাতে ৫ দিন বন্ধ থাকার পরে বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর হাইওয়ে খুলেছে। প্রায় ১৩০০ গাড়ি আটকে ছিল সেখানে। ভারতীয় গণমাধ্যম বলছে, সারা সপ্তাহ নাকি বরফ পড়বে। শীতে এর তীব্রতা আরও বাড়বে।
এদিকে ইন্টারনেট কবে থেকে চালু হবে তা এখনও স্পষ্ট করেনি সরকার, তারা এনিয়ে এখনও কিছু জানায়নি।পড়াশোনা থেকে ব্যবসা- সবই মুখ থুবড়ে পড়ছে ইন্টারনেট না-থাকায়। পর্যটনে ইন্টারনেটের বিশেষ ভূমিকা আছে ফলে এই ব্যবসায়ও ক্ষতি হচ্ছে।
সূত্র : কলকাতা টিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ