Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইফেল হাতে নাগা বিদ্রোহী বর-কনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বিয়ের অনুষ্ঠানে ভারতের নাগাল্যান্ডের সশস্ত্র একটি বিদ্রোহী দলের এক নেতার ছেলে ও ছেলের নবপরিণীতা স্ত্রীর স্বয়ংক্রিয় রাইফেল হাতে হাসিমুখে তোলা ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। শনিবারের ওই অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের এ প্রদর্শনী অনুষ্ঠানে আসা অতিথিদেরও হকচকিয়ে দিয়েছিল বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, যখন ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির উত্তরপূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একটি শান্তিচুক্তি করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তখনই ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-ইউনিফিকেশনের (এনএসসিএন-ইউ) অন্যতম শীর্ষ নেতা বহতা কিবার ছেলের অস্ত্র হাতে ছবি সামনে এল। ভাইরাল হওয়া ছবিটিতে কিবার পুত্র ও পুত্রবধুকে হাতে স্বয়ংক্রিয় একে৫৬ ও এম১৬ রাইফেল হাতে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। নাগা বিদ্রোহী নেতার ছেলের অস্ত্র হাতে ছবিটি দেখেননি বলে বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন নাগাল্যান্ডের পুলিশ প্রধান টি জন লংকুমের। “আমি এখনো ছবিটি দেখিনি; এ সম্পর্কে অবগতও নই,” বলেছেন তিনি। তাৎক্ষণিকভাবে কিবার পুত্র ও পুত্রবধুর নাম জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকার নাগা বিদ্রোহীদের যৌথ নির্বাহী কমিটির সঙ্গে শান্তিচুক্তির আলোচনা করছে। সাতটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর এ কমিটি নাগা ন্যাশনাল পলিটিকাল গ্রুপের (এনএনপিজি) বহতা কিবার এনএসসিএন-ইউও আছে। সোশালিস্ট কাউন্সিল অক নাগালিম (ইসাক-মুইভা) ও মিয়ানমারভিত্তিক সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-খাপলাংয়ের দলছুট নেতারা ২০০৭ সালের ২৩ নভেম্বর সশস্ত্র এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন। নয়া দিল্লি ২২ বছর ধরে চলে আসা নাগা শান্তি আলোচনা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার চেষ্টা করলেও পৃথক পতাকা ও সংবিধান নিয়ে মতবিরোধে কারণে তা সম্ভব হয়নি। এনডিটিভি।

 

 



 

Show all comments
  • ash ১৩ নভেম্বর, ২০১৯, ৫:৫৮ এএম says : 0
    VERY NICE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাইফেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ