Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় স্বর্ণ ও টাকা লুটের অভিযোগে ৭জন ডাকাত সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৬:৫৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় এক জুয়েলারী ব্যবসায়ীর পাঁচ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর সোমবার ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- পলাশ সরকার (২৬), মামুন (৩৩), জহিরুল ইসলাম সানী (২৬), জাকির হোসেন (৩০), জামান(৩১), নাসির উদ্দিন মৃধা (২৭) ও জহিরুল ইসলাম ওরফে জাহাদ আলী (২৫)।
ঢাকা জেলার (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাশার জানান, গত ৩ নভেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকার ফাল্গুণী জুয়েলারী'র ব্যবসায়ী গৌরাঙ্গ দোকান বন্ধ করে ৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। এসময় পথিমধ্যে একদল ডাকাত তার গতিরোধ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নিয়ে কয়েকটি হাতবোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। এঘটনার জড়িত থাকার অভিযোগে ৭ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃতরা আশুলিয়ার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ