বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে অগ্নিকাণ্ডে তিনটি গুদাম পুড়ে গেছে। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকশ মন পাট, চাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে দাবি করেছে ব্যবসায়ি মো. জাহিদুল ইসলাম, মন্টু কুন্ডু ও অসিত সাহা। তাঁরা জানান, পল্লী বিদ্যুৎ পুরাতন লাইন পরিবর্তন করে নতুন লাইন টানছিলো। একটি পুরাতন তার ঘরের ওপর পড়ে ছিলো, সে অবস্থায় লাইন চালু করলে ওই তার থেকে ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফরিদপুর এবং বোয়ালমারী ও সালথা উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর শেখ বলেন, বিদ্যুৎ লাইন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত। তিনটি গুদাম ভর্তি পাট, চাল ছিলো তবে তিনটি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত কাজ করায় অনেক পাট ও চাল ভালো অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেন মুঠোফোনে বলেন, কাজটি চলছে প্রজেক্ট ডিভিশনের আওতায়। ঠিকাদার কাজ করছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোন গাছের ডাল অথবা বাঁশ পড়ে তারটি ছিড়ে দূর্ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ উপকেন্দ থেকে লাইনটি বন্দ করে দেওয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।