মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাবরি মসজিদ বিষয়ে আজ যে রায় এসেছে তা পঁচিশ বছর অপেক্ষার পর আসলো। দশ বছর পূর্বে একবার রায় হয়েছিলো। কিন্তু সেটা বাতিল হয়ে যায়। কিন্তু আজ যে রায় হয়েছে, দেশের শান্তি বিবেচনায় সে মামলার রায় মেনে নেয়া দরকার। কথাগুলো বলেছেন, নদওয়াতুল উলামা লৌখনোর সাবেক শিক্ষক, লেখক, গবেষক, সাহিত্যিক মাওলানা সালমান নদভী।
তিনি তার ভেরিফাইড ফেসবুুক একাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় আরো বলেন, এবার ভারত হাইকোর্ট যে রায় দিয়েছে আমি মনে করি সুন্দর একটি রায় হয়েছে। আমি এমন একটি রায়ের জন্যই চেষ্টা করে আসছি একবছর আগ থেকে। জনাব রবি শঙ্কর সঙ্গে মিলে আমি দেশকে মুসলিম হিন্দু সংঘাত থেকে বাঁচাতে এমন একটি রায়ের চেষ্টা করছিলাম।
এ মামলার জন্য উভয় পক্ষ থেকে মধ্যস্থতা কমিটি করা হয়েছিলো। তাতে আমি ছিলাম। চেষ্টা করেছি এমন একটি ফায়সালার জন্য যেনো ভারতে বাবরি মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু-মুসলিম দাঙ্গার অবসান হয়।
আলহামদুলিল্লাহ ঐতিহাসিক এ রায় ওমর রা. এর জমানার একটি মসজিদ স্থানান্তরের ঘটনার সঙ্গে যায়। যেখানে মসজিদ স্থানান্তর করে খেজুর বাজার নির্মাণ করা হয়েছিলো বৃহত্তম স্বার্থ রক্ষার জন্য।
ওমর রা. এর মসজিদ স্থানান্তর থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার যে, এ রায় হিকমতে ওমরির অনুকূলে হয়েছে। যে রায় আমাদের দেশে মুসলিম-হিন্দু দাঙ্গার নির্মূল হবে।
সুতরাং আমাদের দেশের মুসলিমদের শান্তি আর নিরাপত্তার খাতিরে বাবরি মসজিদ নির্মাণের জন্য সরকার ৫ একর জমি দিয়েছে, আমি মনে করি একটি সুন্দর ফায়সালা হয়েছে। আমরা সেখানে বড় আকারে একটি বিশ্ববিদ্যালয়সহ মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ।
আমি শুকরিয়া আদায় করছি দেশের সুপ্রিমকোর্টের কর্মকর্তাদের। সরকারকেও ধন্যবাদ জানাই, যে তিনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এখন এ রায়ে হিন্দুদের উচিত নয় যে তারা আনন্দ করবে। আর মুসলিমদেরও উচিত হবে না যে তারা এ বিষয়ে হতাস হবে। বরং রায়ের উপর ভিত্তি করে কাজে নেমে যাওয়া দরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।