মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট হায়দ্রাবাদ থেকে তিনি তিনবার আইনসভার নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত সদস্য, ১৫তম লোকসভায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য ২০১৪ সালে সংসদ রত্ন পুরষ্কারপ্রাপ্ত আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বাবরি মসজিদ নির্মাণে ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই।
আজ শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, তিনি সংবিধানকে পুরোপুরি সম্মান করেন, তবে সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে।
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি, মসজিদের জন্য আমাদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার দরকার নেই, ভারতের মুসলমানরা মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা রাখে।
তিনি আরও যোগ করেন, আমাদের কোনও ভিক্ষাবৃত্তির দরকার নেই, মুসলমানরা মসজিদটি নির্মাণের জন্য জমি কিনতে পারে। তিনি ভারতের মুসলিমদের এ ভিক্ষা গ্রহণ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য ৫ একর জমি সরকার দান করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।