Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের ক্ষয়ক্ষতি

দিনাজপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১:৪৭ পিএম | আপডেট : ৪:০৪ পিএম, ৯ নভেম্বর, ২০১৯

দিনাজপুর শহরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুরোপুরি ভষ্মিভূত এবং ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

আজ শনিবার সকাল পৌনে ১১ টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জেলখানা রেইনবো সুপার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজু মোটরসাইকেল মেকানিক দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে ৩টি দোকান পুরোপুরি ভস্মিভুত হয় এবং আংশিক ক্ষতি হয় আরও ৫টি দোকানের। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ২০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকানদাররা।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ বলা যাবে। তবে আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় কিছুটা বেগ পেতে হলেও এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ